
মানিকগঞ্জের দৌলতপুরে বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩২। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সূচনা করা হয় (১৪ এপ্রিল) সোমবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতপুর উপজেলা চত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ: একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এছাড়া দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বর্ষবরণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।