০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Aboutus

”দৈনিক সত্যের সন্ধানে” সম্পর্কে

“দৈনিক সত্যের সন্ধানে” ঢাকা জেলার পশ্চিমণাঞ্চল (ধামরাই-সাভার, দোহার-নবাবগঞ্জ) এবং মানিকগঞ্জের অনলাইন ভিত্তিক সংবাদপত্র। ভাষা শহীদ রফিকের স্মৃতি বিজড়িত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলাসহ ধামরাই-সাভার, দোহার-নবাবগঞ্জের মানুষের সেবায় সংবাদ পরিবেশন করে থাকে।

এই জনপদের মানুষের কৃষি নির্ভর। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এই এলাকাকে অর্থনৈতিক ভাবে আরো শক্তিশালী করেছে। এই প্রবাসী জনগোষ্ঠী এলাকার খবর জানতে উদগ্রীব। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, স্থানীয় জনগণ ও প্রবাসীদের কাছে মানিকগঞ্জ, ধামরাই-সাভার, দোহার-নবাবগঞ্জের ও সারাদেশের খবর পৌঁছে দেয়ার চ্যালেঞ্জিং দ্বায়িত্ব নিয়েছে “দৈনিক সত্যের সন্ধানে”।

”দৈনিক সত্যের সন্ধানে” সংবাদপত্রের অন্যান্য উদ্দেশ্য:
বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করা।
স্থানীয় ও প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরা।
জনগণকে উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলা এবং শিক্ষার ব্যপক প্রসার ঘটানো।
জনগনকে আধুনিক প্রযুক্তিতে আগ্রহী ও পরিচিত করে তোলা।
সামাজিক সমস্যা ও সমাধান সন্ধান করা।
জনগনকে অধিকার ও দ্বায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা।

সংবিধানের ৩৯ নাম্বার ধারায় জনগনের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। জনগনের এই অধিকারের প্রতি সম্মান রেখে পত্রিকার নাম রাখা হয়েছে “দৈনিক সত্যের সন্ধানে”। বাক স্বাধীনতা মানে উশৃঙ্খলতা নয়। বাক স্বাধীনতা ন্যায় সঙ্গত কথা বলার অধিকার।

“দৈনিক সত্যের সন্ধানে“ মানিকগঞ্জ, ধামরাই-সাভার, দোহার-নবাবগঞ্জ সর্বত্র নেটওয়ার্ক সৃষ্টির চেষ্টা করে চলেছে। “দৈনিক সত্যের সন্ধানে” এর রয়েছে প্রশিক্ষিত সাংবাদিক দল। “দৈনিক সত্যের সন্ধানে“ কে তথ্য দিন, আপনিও ”দৈনিক সত্যের সন্ধানে” এর একজন হয়ে এই কার্যক্রমে অংশ নিতে পারেন।

x