সুনামগঞ্জে ভাসমান ফল ব্যবসায়ীকে অহেতুক মারধর করার সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ১৭ মার্চ বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের ষ্টেশন রোড হোটেল উমর এর সামনে ঘটেছে। অভিযোগে জানা যায়, ভাসমান ফল ব্যবসায়ী দ্বীন ইসলাম পিতা নায়েব আলী ও নুর ইসলাম পিতা একই। ঘটনার দিন ও তারিখে ফল ব্যবসায়ী সোহেল পিতা মৃত আলতাব আলী সাং নতুন পাড়া আ/এ সুনামগঞ্জ অহেতুক গালি গালাজ করার এক পর্যায়ে কিল ঘুষি মারে।
এ সময় ফল ব্যবসায়ী সোহেলের সুর চিৎকারে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.