সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবৈধ ভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে যৌথ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে ধর্মপাশা উপজেলা প্রশাসন,ও জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় এর যৌথ উদ্যোগে অবৈধ ভাবে ইটভাটার পরিচালনার দায়ে মেসার্স মোর্শেদ ব্রিকস ইটভটার উপর মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া সহ এক্সক্যাভেটর দ্বারা ইটভাটার আগুনের চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায় অভিযান নিশ্চিত করে জানান অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরোদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান অব্যাহত থাকবে এ সময় প্রসিকিউটর হিসাবে উপস্হিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক। এ ছারাও আরো উপস্হিত ছিলেন ধর্মপাশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ ধর্মপাশা থানা পুলিশ এর একদল চৌকস সদস্য।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.