শহর বণিক সমিতি মানিকগঞ্জ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ বুধবার সন্ধ্যায় পোর বিপনী ৫ তলা হলরুমে স্থানীয় ব্যবসায়ী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মিজানুর রহমান খান মিন্টু সভাপতিত্বে
শহর বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান খান মিন্টু বলেন আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন আমাদের সততার সাথে ব্যবসা করতে হবে এবং যে কারো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন আমি ব্যবস্থা করব ইনশাল্লাহ। সেই সাথে জয়েন সেক্রেটারি রিপন সহ সাংগঠনিক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমিতি মানিকগঞ্জের বক্তব্য রাখেন শহর বনিক সমিতি সেক্রেটারি কামরুজ্জামান রেজা। আজমত আলী হাবু, সাকাত হোসেন, লোকমান মিয়া।
সমিতির বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল,সেই সাথে সবার শরীর স্বাস্থ্য ভালো থাকুক এইএই মঙ্গল কামনায় সমাপ্তি ঘোষনা করেন।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.