ভোলা টু চরফ্যাশনে মহাসড়কে কয়েকদিন পর পরই বাস ও সিএনজি চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বাস ও সিএনজি সবরুটে চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পরতে হয়েছে। সিএনজি চালকেরা বলছেন,আমরা আর সংঘর্ষ,মারধর চাই না,মিমাংশা চাই। সিএনজি চালক ইমামের উপর হামলা এবং ভোলা বাসস্ট্যান্ডে সিএনজি আটকের প্রতিবাদে, গতকাল মঙ্গলবার(২৮এপ্রিল) সকাল ১১টায় চরফ্যাশন শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে সঠিক তদন্তের মাধ্যমে সুস্থ সমাধান চেয়ে স্মারকলিপি পেশ করেন সিএনজি চালক নেতারা। অপরদিকে বাস চালকও শ্রমিকেরা সবরুটে বাস চলাচল বন্ধ করে দিয়ে ভোলা বিক্ষোভ মানবন্ধন করে বাস চলাচল বন্ধ করে দিয়ে যাত্রীদেরকে ভোগান্তি ফেলছে। তাদের দু’গ্রুপের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও যাত্রীরা বলছেন, বাস মালিকেরা বাস স্ট্যান্ড থেকে যাত্রী না উঠিয়ে চরফ্যাশন শহরে মধ্যে দাড়িয়ে যাত্রী উঠা-নামা করছেন,এতে সিএনজি চালকেরা বাধা দিচ্ছেন এবং সিএনজির কারণে তাদের যাত্রী আগের চেয়ে অনেক কমে গেছে। এসব সূত্রপাত নিয়ে বার বার সিএনজি এবং বাস শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়।
তবে সিএনজি চালকেরা বলছেন,আমরা আর বাস শ্রমিকের সাথে মারধর এবং সংঘর্ষে জড়াতে চাই না। আমরা সমঝতার মাধ্যমে এই সড়কে গাড়ি চালিয়ে সংসার চালাতে চাই। কোন বিরোধ চাই না, নিস্পত্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সমঝোতা চাই।আমাদের দু’গ্রুপের সংঘর্ষে বাস এবং সিএনজি চলাচল বন্ধ থাকা যাত্রীদের দুর্ভোগে পরতে হয়। যাত্রীদের দুর্ভোগের চিন্তা করে আমাদের মধ্যে বিরোধ মিমাংশা চাই।
জেলা বাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান,চরফ্যাশন বাজার থেকে যাত্রী উঠানোর সময় সিএনজি চালকেরা বাসের ড্রাইবার ও টিকেট মাস্টারের ওপর হামলা চালায়। এর সুস্থ ফয়সালা না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।
চরফ্যাশন উপজেলা সিএনজি চালক সমিতির সভাপতি মাফুজ ফকির জানান, মূলত সিএনজির কারণে ভোলা টু চরফ্যাশন মহাসড়কে বাস চালকেরা আগের মত যাত্রী পাচ্ছে না। তাই বরাবরই তারা ক্ষিপ্ত হয়ে দফায় দফায় আমাদের উপর অহেতুক হামলা চালায়। গতকালও ভোলা নতুন ১০টি সিএনজি ভাংচুর করে আটক করে রাখে। এর আগেও কয়েকটি সিএনজিতে আগুন ধরিয়ে দেয়। আমরা আর বিরোধে জড়াতে চাই না, সড়কে তারাও গাড়ি চালাবে আমরা চালাবো, কেন বার বার সংর্র্ঘষ হয়, আমরা সঠিক তদন্তের মাধ্যমে হয় সুস্থ্য বিচার দাবী করছি।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.