চরফ্যাশন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় মারুফ ইন্টারন্যাশনাল হোটেলে এই ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি নাসিউর রহমান শিপু ফরাজীর সভাপতিত্বে,সম্পাদক শহীদুল ইসলাম দুলালের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মী, বিএনপি,জামায়াত জাতীয়পার্টি, গণঅধিকার, আইনজীবি ও সুশিল সমাজ প্রতিনিধিরা ইফতার অনুষ্ঠানে অংশ নেয়।
প্রেসক্লাব ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ ন ম, আমিরুল ইসলাম মিন্টিজ,আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তরীকুল ইসলাম, জামায়াতে ইসলাম উপজেলা শাখার সভাপতি(আমির) অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা কামরুজ্জামান শাহিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে,বিএনপির নেতা কাউস মিয়া, যুবদল সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, গণঅধিকার পরিষদ উপজেলা শাখা সভাপতি এমটি.আই মাসুদ চৌধুর, এডভোকেট এনামুল হক রায়হানসহ জাতীয় অঞ্চালিক পত্রিককার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.