ভোলার চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার সাহার নের্তৃত্বে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযানে কারেন্ট,বেহুদিসহ বিভিন্ন প্রকার প্রায় ১০লাখ টাকার জাটকা ইলিশ ধরার অবৈধ জাল জব্দ করে নদী থেকে দু’জেলেকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) তেঁতুলিয়া নদী সংলগ্ন গাছিরখাল, ঘোষেরহাট ও বাংলাবাজার এলাকায় নদী থেকে তাদেরকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে জালগুলো পুড়িয়ে দেয়ার সিদ্ধান্ত দেন এবং আটকৃত জেলেদেরকে ৫হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা কালের কন্ঠকে বলেন, সামদ্রিক মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ, ক্ষেত্র সহকারী কামাল উদ্দিন, অফিস সহকারী আব্বাস উদ্দিন ফরাজি এবং কোস্টগার্ডের সহযোগিতা থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে ১৮ হাজার মিটার কারেন্ট জাল, ২০টি বেহুন্দি জালসহ প্রায় ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। ২ জেলেকে আটক করা হয়।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.