যে মুহুত্বে মানুষ ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত ঠিক সেই মুহুত্বে মানুষ মানুষের জন্য ডাক্তার এব
এবং মেডিকেল স্টুডেন্টেরা ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন ব্যস্ত সময় পার করছেন।
বলা চলে জীবনের শুরুতে মানবতার কল্যাণের জন্য ফ্রি ব্লাডগ্রুপি ক্যাম্পেইন করে চলারপথের যাত্রা শুরু করেছেন ভোলার চরফ্যাশনের একদল তরুন মেডিকেল স্টুডেন্টস। নের্তৃত্ব দিয়ে তাদেরকে সাহস যুগিয়ে উৎস প্রদান করছেন চরফ্যাশনেরই কৃতিসন্তান বাংলাদেশ মেডিকেল পিজিহাসাতালের ডাক্তার চঞ্চল চেšধুরী, চরফ্যাশন মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল ইসলাম সুমন, চরফ্যাশন মেডিকেল অফিসার ডাক্তার মাকলুকুর রহমান ও ডাক্তার সহিদুল ইসলাম সোহাগ।
চরফ্যাশন ডক্টরস সোসাইটি অব এর আয়োজনে চরফ্যাশন উপজেলা ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের দ্বারা পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন ব্যতিক্রমীয় এই উদ্যোগের জন্য চরফ্যাশনবাসী ধন্যবাদ জ্ঞাপন করেন।
চরফ্যাশনের দুলারহাট থানার কৃতিসন্তান মেডিকেল স্টুডেন্টস অতিকুর রহমানের উদ্যোগে, ক্যাম্পাইনে আফিয়া জাবিন প্রমি,মালিহা বিনতে সাজ্জাদ,ফাহিহুল ইসলাম তাইফুরসহ ২০জন মেডিকেল স্টুডেন্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় থেকে প্রায় ৬টায় পর্যন্ত চরফ্যাশন ফ্যাশন স্কয়ার চত্তরে ক্যাম্পেইন করে এই ফ্রি ব্লাডগ্রুপি করে বেশ প্রশংসা ভাসছেন।স্থানীয় লোকজন ফিতে তাদেও ব্লাড গ্রুপি করতে পেরে খুবই খুশি।
পর্যটক থেকে শূরু করে সাধারণ মানুষ তাদের রক্ত ফ্রিতে ব্লাডগ্রুপি করতে পেরে বেশ আনন্দিত।
ক্যাম্পেইনের শেষ পর্যায় অনুষ্ঠানের ডাক্তার চঞ্চল চৌধুরী বলেন,
অনুষ্ঠানে শেষে ডাক্তার আশরাফুল ইসলাম সুমুনের এসকল মেডিকেল শিক্ষার্থীদেরকে নিয়ে খানদানী হোটেল এন্ড রেস্টুটে চা চক্রের আয়োজনের মধ্যে দিয়ে বিদায় জানান।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.