কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ভোলার চরফ্যাশন দুর্যোগ পূর্বপ্রস্ততিমূলক প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনিক সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। স্টাট ফান্ড বাংলাদেশের ডিজাস্টার রিক্স ফাইনাসিং সহায়তার আওতায় এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে। কোস্ট ফাইন্ডেশনের আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)রাসনা শারমিন মিথির সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী খোকন চন্দ্র শীল প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরে বলেন-চরফ্যাশন উপজেলা দু’টি ইউনিয়নে এর কাজ হয়। প্রকল্পের বাজেট ধরা হয়েছে ৩৬লাখ টাকা। এতে ১৫টি সাইক্লোন সেন্টার রিপেয়ারিং ও মেইন্টেনেস, ৯টি ফিল্টার ওয়াটার ও ২৫টি স্যানিটেশনের সুবিধা, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২১টি রিজার্ভ পানির ট্যাংকি, ১৫টি ফিল্টার ব্যবস্থা করা হয়েছে।
আলোর সল্পতা দুর কারার জন্য ১২টি সাইক্লোন সেন্টারে সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সেন্টার গুলিতে ১৫টি স্টেচার, ১৫টি হেন্ডমাইক,১৫টি ফাস্ট এইড বক্স,জরুরি বার্তা সার্বক্ষণিক প্রচারের জন্য সোলার ১৫টি রেডিও ব্যবস্থা করা হয়। দুর্যোগকালিন নিরাপদে আসতে কানেকটিং ২কিলোমটির করে মোট ৫০কিলোমিটার রাস্তা মেরামত করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার তাসেম উদ্দিন, প্রভাষক নজরুল কবির,সাংবাদিক কামরুল সিকদার,সেচ্ছাসেবক মনির আসলামী। সভা উন্মুক্ত বক্তব্য রাখেন মুজিবনগর থেকে আবু তাহের,নজরুল নগর থেকে নাজিম উদ্দিন প্রমুখ।
সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বক্তব্যে বলেন- কোস্ট ফাউন্ডেশন দুর্যোগ মোকাবেলা সব সময় আগ্রণী ভূমিকা রাখে। দুর্যোগে তারা সব সময় পূর্বপ্রস্ততি নিয়ে থাকে। উপজেলা প্রশাসন মানুষের ঝুঁকি মোকাবেলায় সদা তৎপড়। কোস্ট ফাউন্ডেশনের এই ঝুঁকি রোধ প্রকল্প বাস্তবায়নে আমরা সাধুবাদ জানাচ্ছি।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.