ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস বর্ণাঢ্য ভাবে উদযাপন করা হয়েছে। পাশপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
ইউএনও রাসনা শারমিন মিথি, চরফ্যাশন আদালত সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাঁধন, সহকারী পুলিশ সুপার(চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ এমাদুল হোসেনসহ অতিথিরা টিবি স্কুল মাঠে অনুষ্ঠান শেষে প্যারেড দল নেতাদের মাঝে পুরুস্কার তুলে দেন।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.