
ভোলার চরফ্যাশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষথেকে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের মাধ্যমে সেচ্ছাসেবক দলনেতার হাতে নিহত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। গতকাল বুধবার বেলা ১টায় নিহত ব্যবসায়ী মাসুদের আবুবকরপুর গ্রামের বাড়িতে নিহতের মায়ের হাতে এ অর্থ সহায়তা পৌছে দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদল সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলালসহ আরও অনেকে।
উল্লেখ্য ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্তৃক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়। বিএনপির নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা আল আমিনসহ সন্ত্রাসীরা গত ৪এপ্রিল চাঁদা দাবি নির্মমভাবে ব্যবসায়ী মাসুদ(৩৮)কে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ জড়িতদের গ্রেফতার করে দেশের প্রচলিত আইনে শাস্তির দাবি করছেন।