পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমুল্যে উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, খাবার হোটেল বন্ধ রাখা, অসহায় মানুষের জন্য ন্যায্য মূল্যের ভাসমান দোকান দেয়ার ঘোষনা দিয়ে মিছিল বের করা হয়েছে। পূর্বের ঘোষণানুযায়ী গতকাল শুক্রবার আছরবাদ জামায়াতে ইসলামী সংগঠনের ব্যানারে উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইনের উদ্যোগে কয়েক হাজার মুসল্লি নিয়ে শহরের উল্লেখযোগ্য সড়কে মিছিলটি বের করা হয়।
জামায়াতে ইসলামী উপজেলা আমির বলেন ,মানবতার সেবার লক্ষে, লেবার শ্রমিক এবং নিম্ম আয়ের মানুষের জন্য রমজানের শুরতেই সদররোডের পাশে একটি ন্যায্য মূল্যের দোকান দেয়া হবে। এব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, রমজান উপলক্ষে নিত্যাপ্রয়োজনীয় দ্রব্য সিন্ডিকেটের মাধ্যমে মূল্যে বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.