ভোলার চরফ্যাশনে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মোনাজাত ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০মার্চ) নাজিম উদ্দিন আলমের বাস ভবনে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে দোয়া মোনাজাত ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
প্রধান বক্তা হিসেবে চরফ্যাশন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মীর সায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, যুবদল নেতা রিয়াদ শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক হাবিব নেগাবান,সাবেক ছাত্রদল সভাপতি আলী মুরতজাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভা শেষে মাগরিবের আজানের সাথে সাথে রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.