
আনুষ্ঠানিকভাবে ভোটার দিবস উদযাপন করা হয়েছে। রবিবার(২ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্তর থেকে র্যালি বের হয়ে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে আলোচনা সভা মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)রাসনা শারমিন মিথি বক্তব্য রাখেন। চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্যে ভোটার ও নির্বাচন প্রসঙ্গে ব্যাপক আলোকপাত করেন। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বক্তৃতা করেন।
ওই সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন বসাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন,খাদ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ,উপজেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ ভোটারগন উপস্থিত ছিলেন।