ভারতে কসাই মোদি সরকার কর্তৃক মুসলমানদের উপর নির্মম নির্যাতন, মসজিদ ভাঙচুর ও মাদ্রাসা ভাঙচুরের প্রতিবাদে ৪ নং বেদদিঘী ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ আসরের নামাজের পর মাদিলাহাট শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়, বিক্ষোভ মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে জমায়েত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতী নজিবুল্লাহ,মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদী,গঙ্গাপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ আবুল হোসেন,
বিশিষ্ট সাংবাদিক মাওঃ আল আমিন বিন আমজাদ, বেতদিঘী ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফাসসির আবু তালহা রাসেল, যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সদস্য হাফেজ মোসলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতবিঘী ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ জাহিদুল ইসলাম, সদস্য বেলাল হোসাইনসহ স্থানীয় ওলামা একরাম বৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন অনতিবিলম্বে ভারতে মুসলিম হত্যা বন্ধ করতে হবে, মসজিদ মাদ্রাসা ভাঙচুর বন্ধ করতে হবে।
নয়তো অচিরেই ভারত অভিমুখে মুসলমানরা লং মার্চ করতে বাধ্য হবে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.