চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বাধীন ফিলিস্তিনের গাজায় সম্প্রতি মোবা হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে জামায়াতের উপজেলা ও পৌর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলো চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ডের গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন, নায়েবে আমীর ডাক্তার রফিকুল ইসলামসহ অন্যান্যরা। এদিকে এদিন নাচোলের তৌহিদী জনতার ব্যানারে ইসলামী যুব সমাজ ও উপজেলার ফতেপুরে ইউনিয়নের খোলসি বাজারে ধর্মপ্রাণ মুসলমান ফতেপুর শাখার আয়োজনে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তাগণ ইসরাইলী পণ্য বর্জন ও স্বাধীন ফিলিস্তিনী মুসলিদেরর রক্ষার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.