দ্বন্ধে কোন আনন্দ নাই,আপস করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা নাই এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে ভোলার চরফ্যাশনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি চরফ্যাশনের আয়োজনে গতকাল মঙ্গলবার(২৮এপ্রিল) উপজেলা আদালত চত্তরে এই দিবসটি উদযাপন করা হয়। এর আগে সকাল ১০টায় আদালত চত্তর থেকে র্যালিটি বের হয়ে চরফ্যাশন শরের উলেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রঙ্গণে মিলিত হয়। এডিশনাল জেলা ও দায়রা জজ চরফ্যাশন এবং চেয়ারম্যান চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ শওকত হোসাইন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,সকলকে জানানো বাধ্যতা মূলক যে বাংলাদেশ রাস্ট্রের পক্ষ থেকে বিনামূল্যে আইনি সেবা দেয়া হয়।
বহু বিচারপ্রার্থী বিনাবিচারে কারাঘরে আছেন,টাকার আভাবে আইনি লড়াই করে সঠিক বিচার আদায় করতে পারছেন না। আজকে বলে দিলাম এখানে ফান্ড আছে, সুবিধাটা আছে কিন্তু সুফল ভোগী খুজে পাচ্ছি না। অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত হোসাইন আরো বলেন,দিবসটি মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা গ্রাম-গঞ্জে এই সুবিধার কথাটি প্রচার করে দিবেন সরকারের পক্ষ থেকে অসহায়দেরকে বিনামূল্যে আইনি সেবা দেয়া হবে।
ওই সময় উপস্থিত ছিলেন যুগ্ন দায়রা জজ নাহিদুজ্জামান,সহকারী জজ রেজাউল করিম বাঁধন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) এমাদুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী মিয়া,সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, আইনজীবী সমিতরি সভাপতি মাহবুবুল ইসলাম, এডিশনাল জিপি সিদ্দিক মাতাব্বর, এডিশনাল পিপি হযরত আলী হিরনসহ সকল আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.