সোমবার সন্ধ্যায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বাল্য বিবাহ বন্ধ করল আনসার ও ভিডিপি। জানা যায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামের ভগীরথ সরদারের স্কুল পড়ুয়া মেয়েকে ডুমুরিয়া উপজেলার সুভাষ বিশ্বাসের ছেলের সাথে আনুষ্ঠানিক বাল্য বিবাহের আয়োজন করে।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীনের নির্দেশে আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রশিক্ষিকা হুমাইরা খাতুন, আনসার কমান্ডার আবু হানিফ ও ইউনিয়ন দলনেতা মোঃ ফয়সাল হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং বাল্য বিবাহ বন্ধ করে।
উপজেলা প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন উপস্থিত গ্রামবাসীর সামনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করে এবং বাল্য বিবাহ বন্ধে সকলের সহযোগিতা কামনা করে।
উল্লেখ্য, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কন্যাকে বিবাহ দিবেন না এই মর্মে লিখিত মুচলেকা দেন কন্যার পিতা।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.