পদোন্নতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন রুপালি ব্যাংক ব্যবস্থাপক আরমান কিবরিয়া। গত বুধবার চরফ্যাশন রূপালী ব্যাংক শাখা কর্তৃক আয়োজিত এই বিদায় সভায় ও ইফতার পার্টি আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে রূপালী ব্যাংক সেকেন্ড অফিসার বর্তমান ভারপ্রাপ্ত ম্যানেজার কামাল উদ্দিনসহ অন্যান্যা কর্মকর্তারা বিদায় ম্যানেরজারের প্রতি সন্তুষ্ট হয়ে ভুয়াসি প্রশংসা করেন।
সংবাদকর্মীদের পক্ষ থেকে সাংবাাদিক কামরুল সিকদার ,গ্রাহক টিপু বলেন, কিবরিয়া স্যার একজন ভাল মনের মানুষ ছিলেন।
অনুষ্ঠানে শেষে ম্যানেজার আরমান কিবরিয়ার প্রতি সম্মননা করে ক্রেস্ট এবং পুরুস্কার তুলে দেন ব্যাংক স্টাপেরা।
ক্যাশ অফিসার আঃ মান্নান কোন আন তেলাওয়াতও দোয়া মোনাজাত পরিচালনা করেন। শেষে অতিথিদেরকে নিয়ে একসাথে ইফতার করা হয়।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.