দেশে সিনেমা নির্মিত হচ্ছে কম। ফলে শিল্পীদের হাতেও আগের মতো সিনেমার কাজ নেই। বেশিরভাগ অভিনয়শিল্পীই বসে বসে সময় কাটাচ্ছেন। তবে বসে নেই বিদ্যা সিনহা মিম।
সিনেমার অবসরটুকু তিনি পুষিয়ে নিচ্ছেন বিজ্ঞাপন ও বিভিন্ন কোম্পানীর পণ্যের প্রচারণা করে। হাফ ডজনেরও বেশি কোম্পানীর শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছেন এ অভিনেত্রী। চুক্তি অনুযায়ী সেগুলোই বিজ্ঞাপন ও পণ্যের প্রচারণা করছেন তিনি।
সম্প্রতি সেইলর নামের একটি প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন এ নায়িকা। বিজ্ঞাপনটি এরইমধ্যে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারেও এসেছে। এতে মিমের গ্ল্যামারাস উপস্থিতি দর্শকের নজর কেড়েছে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.