চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রনোদনার সার-বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, ২০২৪-’২৫ অর্থবছরে খরিফ-১/২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আউশ ধানের(উফশী)আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়নের ৫ হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতি কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উচ্চ ফলনশীল রোপা আউশ ধানের বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সার-বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম ও দিজেন রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.