চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শুক্রবার (২৮ মার্চ ২০২৫খ্রি.) নাচোলে অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার আব্দুল লতিফের পক্ষ থেকে এলাকার হতদরিদ্রের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদউপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি এবং জামায়াত মনোনিত ৪৪, চাপাইবাবগঞ্জ-২আসনের এমপি পদপ্রার্থী ডঃ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল জলিল। ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার পেয়ে হতদরিদ্ররা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.