টাঙ্গাইলের নাগরপুরে ৩য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্র (১১) কে দফায় দফায় বলাৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবনাপাড়া মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনাটি ঘটে। ভিকটিমের মা সাবিনা আক্তার বাদি হয়ে নাগরপুর থানায় অভিযোগ করলে পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার বেলা ১১ টায় নাগরপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বাবনাপাড়া মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব বিভাগের ৩য় শ্রেণীর ছাত্র......(১১) কে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম আমিনির ছেলে মোঃ রিজওয়ান উদ্দীন ওরফে রুমন (২০) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জোড় পূর্বক বলাৎকার করে। অভিযুক্ত রুমন ওই দিন দুপুর ২ ঘটিকায় ২য় দফায় ফের বলাৎকার করে। এদিন সন্ধায় ভিকটিম শিশু ছাত্রটি তার মাকে বিষয়টি জানায়। পরে স্বজনরা তাকে সেখান থেকে (মাদ্রাসা) তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে ভিকটিমের মা বাদি হয়ে নাগরপুর থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষনিক ভাবে পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে নাগরপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতার অভিযুক্ত মোঃ রিজওয়ান উদ্দীন ওরফে রুমন কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বললেও জানান ওসি মো. রফিকুল ইসলাম। এঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.