
টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ ভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রসাশন। সোমবার সন্ধায় উপজেলা সদরের আলোকদিয়া নোয়াই নদীতে অবৈধ ভাবে মাটি কাটার সময় এ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। এ সময় মো. সুজন মিয়া ও ইছাক মিয়া কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের পরিবেশ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ৩টি ভেকু ও ৪টি মাটির ট্রলির ব্যাটারি জব্দ করা হয়।
অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।