কেন্দ্রীয় ছাত্রদলর কর্মসূচীর অংশ হিসাবে টাঙ্গাইলর নাগরপুরে এসএসসি শিক্ষার্থী ও অভিভাবকদর মাঝে উপজলা ছাত্রদল পানি, খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ এবং অভিভাবকদর বসার সু-ব্যবস্থা করেন। উপজলা ছাত্রদলের উদ্যাগে মঙ্গলবার (১৫ই এপ্রিল) সকাল মাদ্রাসাসহ উপজলার ৫টি পরীক্ষা কেন্দ্রে দুরত্ব বজায় রেখে উপজলা ছাত্রদলর নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালনা করেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত উপজলা বিএনপির দুরদিনর কান্ডারী সফল সংগঠক সাধারণ মানুষর পাশে সম্পক্ত থেকে কাজ করে থাকেন নাগরপুর দেলদুয়ারর জনপ্রিয় নেতা নাগরপুর উপজলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।
এসময় নাগরপুর উপজলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মা. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মা. মিজানুর রহমান লাভলু, সেছাসবক দলর আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হাসন ডিপটি, কষকদলর সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজলা ছাত্রদলর আহবায়ক মীর খালিদ মাহবুব রাসল, সদস্য সচিব শহীদুল ইসলাম মনির, যুগ-আহবায়ক রুপক খান, মাস্তাকিম মিয়া, সরকারী কলজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মনির হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদলর সভাপতি ইয়ামিন হোসেন আকাশ, সাধারণ সম্পাদক রাজিব হাসনসহ উপজলার বিভিন ই্উনিয়নর ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.