এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে মানিকগঞ্জের দৌলতপুরে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল দিন ব্যাপী দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ তারুণ্য উৎসব মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুর রহমান তালুকদার, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম,দৌলতপুর মতিলাল ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ। প্রধান শিক্ষক বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।
তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। বক্তারা আরো বলেন, আমাদের এই স্বাধীন দেশকে উন্নতহিসেবে গড়ে তুলতে হবে। আমাদের যুব সম্প্রদায়কে নানা ধরনের গ্রামীণ খেলাধূলা এবং সংস্কৃতির সাথে যুক্ত করতে হবে। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, আমাদের স্কুলে প্রথম বারের মতো তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে এতে আমরা অনেক আনন্দিত ও প্রফুল্ল। এবং এই উৎসবে আমরা অনেক নতুন কিছু দেখছি ও শিখছি, যার মাধ্যমে আমাদের ব্রেইন আরো প্রসার হচ্ছে, যা ভবিষ্যৎ বাংলাদেশে ইতি বাচক প্রভাব ফেলবে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.