
মানিকগঞ্জের দৌলতপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পবিত্র কুরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) সকাল ১১ টায় দৌলতপুর উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে হল রুমে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন দৌলতপুর উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আহসানুল আলম দৌলতপুর মানিকগঞ্জ।
উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মডেল কেয়ারটেকার মাওঃ মোঃ সাইদুর রহমান, সাধারণ কেয়ারটেকার মাওঃ হাফিজুর রহমান, মাওঃ আলমগীর হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির দৌলতপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মাসউদুর রহমান প্রমুখ।