
মানিকগঞ্জের দৌলতপুরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মোটরসাইকেল বিক্ষোভ মিছিলে শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আল-আকসা আমাদের গর্ব’-এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো দৌলতপুর । বুধবার (৯ এপ্রিল) দৌলতপুরে বিকাল ২ টায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মোটরসাইকেল বিক্ষোভ মিছিল বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল-আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার।
ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দারি করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মাও হাফিজুর রহমান, দৌলতপুর উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি মোঃ আওলাদ হোসেন প্রমুখ।