দিনাজপুর কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মাসুদ রানার বিরুদ্ধে ৩ কোটি টাকা দূর্নীতির অভিযোগ, তদন্তে প্রাথমিক সত্যতা পেয়েছেন দিনাজপুর দুদকের পরিদর্শক টিম। রবিবার দিনাজপুর টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম, দূর্নীতি ও অর্থ আত্মসাৎ করার বিষয়ে অভিযোগ পান দুদক, অভিযোগটি খতিয়ে দেখতে দিনাজপুর দুদকের সহকারী পরিচালক জনাব মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্ব বিশেষ একটি টিম সরে জমিনে তদন্ত করেছেন, তদন্তে উঠেআসে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি।
তদন্তের বিষয়ে দুদক সহকারী পরিচালক জনাব মোঃ ইসমাইল হোসেন সাংবাদিক দের জানান, প্রাথমিক তদন্তে অধ্যক্ষ জনাব মোঃ মাসুদ রানার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে এবং তার উপর বিগত ১৬ বছরের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি খতিয়ে দেখতে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, আমরা অনুমতি পেলে বাকিতদন্তটা করবো। তদন্ত চলাকালীন সময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মাসুদ রানা প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন বলে তিনি জানান। তার কাছে এবিষয়ে জানতে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করলে তার নাম্বার বন্ধ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.