সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে প্রায় দুই কোটি ৯২ হাজার টাকার ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবীর কাপড় এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।
আজ (৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার) ভোররাতে চারাগাঁও বিওপি একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলা ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ী নামক স্থান থেকে ভারতীয় শার্ট পিস-৫১২৭টি, প্যান্টের কাপড়-১৫৬ মিটার, ব্লেজারের কাপড়-১২৯৬ মিটার, পাঞ্জাবীর কাপড়-২০৪৩০ মিটার এবং ৯০০০ পিস স্কীন সানরাইজ ক্রীম আটক করে। যার আনুমানিক সরকারি মূল্য ২ কোটি,৯২ বিরানব্বই হাজার, ৫শত টাকা।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.