সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় চোরাই পথে আসা ২৮৪টি ভারতীয় মদের বোতল জব্দ করেছে বিজিবি। জব্দ কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় মদের আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা। সোমবার(১০ মার্চ)ভোর রাতে উপজেলার যাদুকাটা নদী থেকে মদের বোতল গুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিজিবি গোপন সংবাদের ভিত্তি অভিযান চালায় এসময় চোরাকারবারিরা যাদুকাটা নদী থেকে ২৮৪ বোতল ভারতীয় মদ রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.