জামালগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, দৈনিক ইত্তেফাকের মো. শাহীন আলমকে সভাপতি এবং দৈনিক যুগ-যুগান্তরের মো. তাহের আহমেদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট "জামালগঞ্জ প্রেসক্লাব" ২০২৫-২০২৬ ইং কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জামালগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি (দৈনিক সংগ্রাম ও দৈনিক সুনামগঞ্জের সময় এর স্টাফ রিপোর্টার) আব্দুল আহাদ এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২০২৬ ইং কার্যনির্বাহী কমিটি গঠনে আলোচনা পর্যলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন, ২০০৭ সালের জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জামালগঞ্জ প্রেসক্লাবের (বর্তমান) উপদেষ্টা আব্দুল আহাদ।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি আল মামুন চৌধুরী (দৈনিক রূপালী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক নেহার দেবনাথ (দৈনিক ভোরের সূর্য), প্রচার সম্পাদক: ছাদিকুর রহমান স্বাধীন খাঁন (দৈনিক সোনালী কন্ঠ), দপ্তর সম্পাদক: তোফাজ্জল ইসলাম (দৈনিক চেতনায় বাংলাদেশ), সদস্য শহীদুল ইসলাম তালুকদার (দৈনিক সুনামগঞ্জের সময়), সাইফ উল্লাহ (দৈনিক সুনামকন্ঠ ও ফালগুনী টিভি), কাজী কামরুজ্জামান (দৈনিক এই বাংলা), পারভেজ মোশারাফ (দৈনিক প্রথম বাংলা)।
কমিটি ঘোষণার সময় নবনির্বাচিত নেতারা আগামী দিনে হাওর অঞ্চলসহ দেশের উন্নয়নে বস্তনিষ্ঠ পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.