বাংলাদেশ ইলেকট্রিক মটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেড এর পক্ষ থেকে চরফ্যাশন ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল ও লাইসেন্স কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন মাকেটিং ডিরেক্টর আখন আহামদ।
এছাড়াও এ.এইচ এম মোরশেদ ইকবাল,মনিরুল ইসলাম ভূট্রো, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ফখরউদ্দিন শাহীন মালতিয়া, সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.