
কোষ্ট ফাউন্ডেশনের উদ্যোগে দূর্যোগ পূর্বপ্রস্তুতিমূলক প্রকল্পের অবহিতকরণ সভা ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট ফান্ড বাংলাদেশের ডিজাস্টার রিক্স ফাইনান্সিংয়ের সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন হবে। গতকাল সোমবার (১৭মার্চ) উপজেলা প্রশাসনিক সভাকক্ষে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে কোস্ট ফাউন্ডেশন ভোলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী খোকন চন্দ্র শীল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মোঃ ইকবাল উদ্দিন। এ প্রকল্পের বাজেট ৩৮ লক্ষ্য টাকা ১৫টি সাইক্লোন সেল্টারে রিপেয়ারিং ও মেইন্টেনেস এর কাজ, ওয়াটার ও স্যানিটেশন এর সুবিধাগুলি নিশ্চিত করা, বিশুদ্ধ পানি সররাহের জন্য রিজার্ভ পানির ট্যাংকি ও ফিল্টারের ব্যবস্থা করা, আলোর সল্পতা দূর করার জন্য সাইক্লোন সেল্টারগুলোতে সোলার লাইটের ব্যবস্থা করা হবে। এছাড়াও দুর্যোগের সময় যাতে মানুষ নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসতে পারে এ জন্য আশ্রয় কেন্দ্রের যোগাযোগ সড়কগুলো মেরামত করা হবে।
ওই সময় অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম, প্রভাষক ফারজানা আফরোজ , চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন কুমারা বসাক,চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি শিপু ফরাজী, সম্পাদক শহীদুল ইসলাম দুলাল ও সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।