বাংলাদেশ যুব অধিকার পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে আল-আমিন হাওলাদারকে সভাপতি,তাহিদ ইসলাম আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সোহেল আলম শান্ত, সবুজ সরকার, জাবেদ হাসান রাসেল সিকদার ও নাছির উদ্দিন পাটওয়ারী সহসভাপতি হিসেবে নির্বাচিত করেছেন।
উপজেলা যুব গণঅধিকার পরিষদ যুগ্ন সম্পাদক হিসেবে নোমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হিসেবে নুর হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মাসুদ ফরাজীসহ ১৬সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। গত ২৪মার্চ ভোলা জেলা গণঅধিকার পরিষদ সভাপতি গাজী মোঃ এমরান হোসেন ও সদস্য সচিব মোঃ ফয়সালের স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেয়া হয়। তবে নবনির্বাচিত কমিটি সভাপতি ও সম্পাদক সহ সংশ্লিষ্ট পদে নির্বাচিতরা উপজেলা ও জেলা কমিটিকে অভিনন্দন জানান।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.