স্কয়ার ফুড কম্পানির সেলস এরিয়া ম্যানেজার আঃ রহিম (৪০)ভোলার চরফ্যাশন সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে। গতকাল শুক্রবার আনজুহাট বাজার মনিটোরিং শেষে ফেরার পথে দুপুর ১টায় ২৬মিনিটের সময় বিআরডিবির দক্ষিণ পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা পিকাপের সাথে ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চাকুরি সুবাধে আঃ রহিম চরফ্যাশন পৌরসভা ৪নাম্বার ওয়ার্ড সাংবাদিক আমির হোসেন এর বাসা ভাড়া থাকতেন। তার স্ত্রী, ৫ ও ১ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।
হাসপাতালও প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার সোয়া ১টার সময় শশীভূষণ থেকে চরফ্যাশনে তার বাসায় আসার পথে বিআরডিবির দক্ষিণ পাশে দাড় করানো বিদ্যুতের মই’র সাথে লেগে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাড়িয়ে থাকা পিকআপের সাথে ধাক্কা লেগে মুখ ঠেতলে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ। স্থানীরা তাকে দ্রুত চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কমলাপুর ইউনিয়নে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.