
চরফ্যাশন ওমরপুর ইউনিয়নের জব্বার চকিদার বাড়ির জমি জোড়পূর্বক দখল করে ওয়ালবাউন্ডারি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে সততার প্রমাণ পাওয়া যায়।
জানা গেছে, ওমরপুর ৭নং ওয়ার্ড দিল মোহাম্মদ রতনের বসতঘরের বাড়িন্দা ভেঙ্গে এবং গাছকেটে একই বাড়ির আলাউদ্দিন,আব্বাস,সিরাজগংরা জোড়পূর্বক দখল করে ওয়ালবাউন্ডারি নির্মাণ করছে । এব্যাপারে অভিযোগকারী রতনসহ তার ছেলে সন্তানেরা প্রতিপক্ষকে বাঁধা দিলে প্রতিপক্ষ আলাউদ্দিন গংরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে দফায় দফায় মারধর করে। এব্যাপারে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের ভুইয়া বলেন, উভয়পক্ষ স্বাক্ষরিত অঙ্গিকার নামায় বলা হয়েছে বিরোধপূর্ণ জমির চুড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত কেউ বিরোধীয় সম্পত্তিতে কোন পক্ষই দখল করতে পারবে না। কিন্তু চুড়ান্ত ফয়সালার আগেই আলাউদ্দিন গংরা জোড়পূর্বক বিরোধপূর্ণ জমির গাছকেটে এবং বসতঘরের বারান্দা ভেঙ্গে ওয়াল বাউন্ডারি টানা ঠিক হয়নি।
অভিযোগকারী দিল মোহাম্মদ রতন বলেন, আলাউদ্দিন গংরা জোড়পূর্বক আমার জমি থেকে গাছ কেটে এবং বসতঘরের দক্ষিন পাশের বারিন্দা ভেঙ্গে ওয়াল বাউন্ডারি নির্মাণ করছে। আমি প্রশাসনের কাছে সুস্থ সঠিক বিচারের দাবী করছি।
অভিযুক্ত আলাউদ্দিন বলেন,আমাদের ক্রয় করা জমিতে আমরা ওয়াল বাউন্ডারি নির্মাণ করছি।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ইতিপূর্বে অভিযোগের প্রেক্ষিতে বিরোধীপূর্ণ জমিতে ফয়সালা না হওয়া পর্যন্ত উভয় পক্ষ কোন কাজ করতে পারবে না বলে বলা হয়েছে। বিরোধপূর্ণ জমিতে ওয়ালবাউন্ডারি টানার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে যাবে।