১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে বাড়িতে ঢুকে সাবকন্ট্রাক্টর ও রাজমিস্ত্রীকে মারধরের অভিযোগ

চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানার জামাল পাটওয়ারী ক্ষমতার প্রভাব দেখিয়ে সাবকন্টেক্টর সেলিম ও রাজমেস্তী ওসমানগনিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীরা আহতদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার সকাল ৮টায় চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।
চরফ্যাশন হাসপাতালের বেডে আহত সেলিম বলেন, জামাল পাটওয়ারীর ঘরের কাজ প্রায় ২বছর ধরে করতেছি। কিছু বুজে উঠতে না উঠতে ঘরের কাজ ঠিকমত করিনার বলে আমার বাড়িতে গিয়ে জামাল পাটওয়ারী ও তার ছেলে ফুয়াদ আমার বেলচা দিয়ে আমাকে এলোপাথারী মারধর করে। আমার পাশে থাকা রাজমেস্তী ওসমানগনিকে মারতে থাকে।

 

 

 

আমার স্ত্রী সিরিনা বেগম আমাদেরকে মারতে দেখে ছাড়াতে আসলে তাকেও মারধরে করে। আশপাশের লোকজন ছুটে আসলে তারা চলে যায়।মারধরের কথা শুনে উপজেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি ইউসুফ চরফ্যাশন হাসপাতালে তাকে দেখতে এসে বলেন,কেন মারধর করল ব্যাপারটি ক্ষতিয়ে দেখছি।

 

 

জাতীয় নাগরিক পাটি(এনসিপি) উপজেলা সম্পাদক বলেন-বিএনপি পরিচয়ে জামাল পাটওয়ারী ক্ষমতার দাপটে রাজমেন্ত্রী ওসমান গনি ও সাবকন্টেক্টর সেলিমকে বাড়িতে গিয়ে মারধর করে বড় ধরনের অপরাধ করেছে। এদের কঠোর বিচার না হলে নিরিহ মানুষ ভোগান্তি প্রহাতে হবে।

Tag :
জনপ্রিয়

দেশ বরেণ্য চিত্রশিল্পীদের স্মরণে খুলনা আর্ট একাডেমি ২১টি মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিশেষ দিন পালন

চরফ্যাশনে বাড়িতে ঢুকে সাবকন্ট্রাক্টর ও রাজমিস্ত্রীকে মারধরের অভিযোগ

প্রকাশ : ১১:০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানার জামাল পাটওয়ারী ক্ষমতার প্রভাব দেখিয়ে সাবকন্টেক্টর সেলিম ও রাজমেস্তী ওসমানগনিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীরা আহতদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার সকাল ৮টায় চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।
চরফ্যাশন হাসপাতালের বেডে আহত সেলিম বলেন, জামাল পাটওয়ারীর ঘরের কাজ প্রায় ২বছর ধরে করতেছি। কিছু বুজে উঠতে না উঠতে ঘরের কাজ ঠিকমত করিনার বলে আমার বাড়িতে গিয়ে জামাল পাটওয়ারী ও তার ছেলে ফুয়াদ আমার বেলচা দিয়ে আমাকে এলোপাথারী মারধর করে। আমার পাশে থাকা রাজমেস্তী ওসমানগনিকে মারতে থাকে।

 

 

 

আমার স্ত্রী সিরিনা বেগম আমাদেরকে মারতে দেখে ছাড়াতে আসলে তাকেও মারধরে করে। আশপাশের লোকজন ছুটে আসলে তারা চলে যায়।মারধরের কথা শুনে উপজেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি ইউসুফ চরফ্যাশন হাসপাতালে তাকে দেখতে এসে বলেন,কেন মারধর করল ব্যাপারটি ক্ষতিয়ে দেখছি।

 

 

জাতীয় নাগরিক পাটি(এনসিপি) উপজেলা সম্পাদক বলেন-বিএনপি পরিচয়ে জামাল পাটওয়ারী ক্ষমতার দাপটে রাজমেন্ত্রী ওসমান গনি ও সাবকন্টেক্টর সেলিমকে বাড়িতে গিয়ে মারধর করে বড় ধরনের অপরাধ করেছে। এদের কঠোর বিচার না হলে নিরিহ মানুষ ভোগান্তি প্রহাতে হবে।