প্রজনন স্বাস্থ্যসেবা গর্ভবতী, প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১মার্চ) ভোলার চরফ্যাশন উপজেলার চরকলমী ইউনিয়নের আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ২শতাধিক নারী মা সমাবেশে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে লিখন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন বক্তৃতা করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক জাকির হোসেন।
অনুষ্ঠান শেষে বিনামূল্যে রক্তের গ্রুপ, এএনসি/পিএনসি, কিশোরী সেবা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।
মা সমাবেশে বক্তৃরা বলেন, গ্লোবাল এফেয়ার্স কানাডা ও জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনএফপিএ’র অর্থায়নে পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর বাস্তবায়নে এসআরএমএনসিএএইচ প্রকল্পে ভোলা জেলার ৫টি উপজেলার ৮টি ইউনিয়নে কাজ করায় মানুষ উপকৃত হচ্ছে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.