মানুষ মানুষের জন্য এই চিন্তা মাথায় রেখে পৌর যুবদলের সাধারণ সম্পাদক সেলিম হাওলাদারের উদ্যোগে এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে এই খাবার বিতরণ কার্যক্রম শুরু করেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার। চরফ্যাশন পৌর যুবদলের সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলমের সহযোগিতায় অসহায় মানুষের পাশে থাকাই বিএনপির অঙ্গীকার।
পৌর যুবদলের সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই এবং সমাজের ধনাঢ্য ব্যক্তিদেরকে ও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন এই সমাজে কোন মানুষ না খেয়ে থাকতে পারে না। যেখানে না খেয়ে থাকার সংবাদ পাব সেখানে একটু হলেও খাবার দেওয়ার চেষ্টা করব বলে জানিয়েছেন চরফ্যাশন পৌর যুবদলের সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার আমাদের দৈনিক সত্যের সন্ধান কে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.