বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে নেতাকর্মীদের নিয়ে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনের চর অঞ্চলের মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনম ও চরঅঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেন দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান।
শনিবার দিনব্যাপি উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর,চর কালকীনী,চর নিজামের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনম ও তাদের খোঁজ খবর নেন দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান ও তার নেতাকর্মীরা। এতে করে চরা অঞ্চলের নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।
দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান বলেন,আমাদের প্রান প্রিয় নেতা কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সর্বদা অবহেলিত মানুষের কথা চিন্তা করে। তিনি অবহেলিত বঞ্চিত মানুষের পাশে ধারাতে তার নেতা কর্মীদের নির্দেশ দেন। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে থেকে আপনাদের সবাই জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।
এসময় উপস্থিত ছিলেন,ঢালচর ইউনিয়ন বিএনপির নেতা মো.জসিম পাটোয়ারী,মো.রফিক কারি ,মো.নুরুল্লাহ, মো.মাকসুদ সরকার,মো.নয়ন পাটোয়ারী, আব্দুল মান্নান,মো.ইব্রাহিম নয়নসহ আরো অনেকে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.