ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর এবং নৃশংস হামলার প্রতিবাদে ফিলিস্তিনের পতাকা হাতে ভোলার চরফ্যাশনে সব কয়টি রাজনৈতিক দল, চাকুরিজীবি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকেরা বিক্ষোভ ও সমাবেশে মাঠে নেমে পড়েছেন। এসব সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি সকল মুসমান রাষ্ট্রগুলো সাহায্য সহানুভূতির হাত বাড়াতে আহব্বান জানান।
গতকাল সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন সংগঠনের ব্যানারে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশের সঙ্গে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালন করা হয়।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.