জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও সিলেট, ময়মনসিংহ বিভাগের পরিচালক গীতিকার, কবি, সমাজ সেবক মোঃ বিল্লাল হাওলাদার সুনামগঞ্জ আগমন উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা প্রদান উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধায় শহরের পৌর বিপনি ২তলায় দৈনিক বাংলাদেশ সমাচার কার্যালয়ে জেলা প্রতিনিধি এম আর সজিব'র পরিচালনায় এবং মোহনা টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাস এর সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কবি ও সাংবাদিক মোঃ বিল্লাল হাওলাদার।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের গীতিকার ইমন মিয়া, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দৈনিক গণ মক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল।
অনুষ্ঠানে বক্তব্য দেন,সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি গাজী আফজাল হোসেন,দৈনিক সারাবেলা জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক আহমেদ,মধ্যনগর উপজেলা প্রতিনিধি সুরঞ্জন তালুকদার, সংবর্ধনা সভা শেষে অতিথিকে সমমনা ক্রেস্ট প্রদান করেন উপস্থিতি সকল অতিথি বৃন্দ।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.