কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে গড়ে উঠা ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটার কাঁচা ইট ধ্বংস ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।
জানা গেছে, পরিবেশ অধিদফতরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া ৩টি ইটভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। এর মধ্যে রয়েছে মেসার্স আরআইএম ব্রিকস, মেসার্স জিএসকে ব্রিকস ও মেসার্স এমকেকে ব্রিকস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে রোববার ২টি ইটভাটাকে ১ লাখ এবং সোমবার ২টি ইটভাটাকে ৩ লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চললাম থাকবে।
উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন- উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো শাহিনুর রহমান, বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া ফায়ার সার্ভিস, থানা পুলিশ,আনসার ও গ্রাম পুলিশসহ প্রমুখ।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.