মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি। এসময় একটি ড্রেজার জব্দ করা হয়।বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার ভূমি মো: আহসানুল আলমের নেতৃত্বে দৌলতপুর উপজেলার খলশী ইউনিয়নের যমুনা নদীর শাখায় সৌর নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ড্রেজারের মালিক খলসি ইউপি সদস্য মশিউর রহমান লিটনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এই সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করা হয়।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.