দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুড়িগ্রামে ১৭ জনকে গ্রেপ্তারের করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। অপারেশনে গ্রেপ্তারকৃতরা হলেন,কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবুদর রহিম ওরফে মেহেদী হাসান নয়ন (২৭), চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিলমারী রমনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুর ই-এলাহী তুহিন (৫০), ছাত্রলীগের সদস্য সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া (২৬) ও রমনা ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য জাকিউল ইসলাম (৩২)।রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ (৪০), সাধারণ সম্পাদক ছফিয়ার রহমান (৪৫), রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন জীবন, চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৪০),
রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার, রাজারহাট টগরাইহাট মুজিব সৈনিক ঐক্য পরিষদের সভাপতি জিয়াউর রহমান (২২), ভূরুঙ্গামারী উপজেলার ১ নম্বর পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী আন্ধারীঝার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম (২৫), নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মফিজুল হক (৪০), নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য শাহাদৎ হোসেন (২৯), উলিপুর উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান (৫৩), ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রায়হান পল্লব (২০), ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ওয়াদুদ (৫৫), কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. বজলার রহমান বলেন, আটক ১৭ জনকে আজ শুক্রবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ হাসান, সম্পাদক: এস এম নুরুজ্জামান, ( ‘স্ব’ শিক্ষা মানব সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পৌর বিপনী (৩য় তলা), মানিকগঞ্জ। নিউজ রুম: 01975-599 708, বিজ্ঞাপন- 01785-599 707, ই-মেইল : news.dainiksottersondhane@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্যের সন্ধানে. All rights reserved.