০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার চরফ্যাশন পরীক্ষার হলে নকল বন্ধ করতে মানববন্ধন

নকল নয় মেধা হোক মূল শক্তি প্রতিপাদ্য শ্লোগান নিয়ে এস.এসসি পরীক্ষাকে সামনে রেখে নকল মুক্ত পরীক্ষা নিশ্চিত করতে ভোলার চরফ্যাশন সদর রোডে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় চরফ্যাশন সরকারি কলেজ, সরকারি টিবি স্কুলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে মানববন্ধনে অংশ নেয়। শিক্ষক এবং শিক্ষার্থীদের দাবী, রাজনৈতিক ছাত্রছায়ায়, কোচিং এবং প্রাইভেট নিশ্চিত করতে পরীক্ষার হলে নকলের মহাৎসব চলে। এতে মেধাবি শিক্ষার্থীরাও মেধা শূণ্য হয়ে পড়ছে।

 

 

 

নকলের যাতাকলে নকলের আশা বাসাবাড়িতে থেকে পড়ালেখা হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ভোলার চরফ্যাশন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুনাম ধরে রাখতে স্কুল প্রধান থেকে শুরু করে প্রাইভেট ও কোচিং মাষ্টারেরা নকলে মেতে উঠেছে। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে এই মানববন্ধনন করা হয়। চরফ্যাশন সরকারি টিবি স্কুল প্রধান শিক্ষক তানভীর আহমেদ বলেন,নকল মুক্ত পরিবেশে পরিক্ষা হবে। মাববন্ধনে চরফ্যাশন সরকারি কলেজ প্রভাষক আলাউদ্দিন বলেন, পরীক্ষা চলাকালিন অসদুপায়ে নকলের মহাৎসব চলে।এখন থেকে যেখানে নকল হবে সেখানে প্রতিবাদ করা হবে।এদিকে চরফ্যাশন মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কঠোর হুশিয়ারী দিয়ে শিক্ষার্থীদেরকে বলেন,নকলের আশা পরীক্ষা কেন্দ্রে আশার চিন্তা করলে না আশায় ভাল হবে। নকল মুক্ত পরিবেশে এবছর পরীক্ষা হবে।এখনও সময় আছে ভাল করে লেখাপড়া করে পরীক্ষা দিতে আসবা। নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিস কার্যলয় স্মারকলিপি পেশ করেন।

Tag :
জনপ্রিয়

সুনামগঞ্জ লাউড়েরগড় সীমান্ত ভারতীয় পণ্য চোরাচালানের স্বর্গরাজ্য ; সাড়ে ৬ লাখ টাকার ফুচকা আটক

x

ভোলার চরফ্যাশন পরীক্ষার হলে নকল বন্ধ করতে মানববন্ধন

প্রকাশ : ০৯:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

নকল নয় মেধা হোক মূল শক্তি প্রতিপাদ্য শ্লোগান নিয়ে এস.এসসি পরীক্ষাকে সামনে রেখে নকল মুক্ত পরীক্ষা নিশ্চিত করতে ভোলার চরফ্যাশন সদর রোডে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় চরফ্যাশন সরকারি কলেজ, সরকারি টিবি স্কুলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে মানববন্ধনে অংশ নেয়। শিক্ষক এবং শিক্ষার্থীদের দাবী, রাজনৈতিক ছাত্রছায়ায়, কোচিং এবং প্রাইভেট নিশ্চিত করতে পরীক্ষার হলে নকলের মহাৎসব চলে। এতে মেধাবি শিক্ষার্থীরাও মেধা শূণ্য হয়ে পড়ছে।

 

 

 

নকলের যাতাকলে নকলের আশা বাসাবাড়িতে থেকে পড়ালেখা হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ভোলার চরফ্যাশন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুনাম ধরে রাখতে স্কুল প্রধান থেকে শুরু করে প্রাইভেট ও কোচিং মাষ্টারেরা নকলে মেতে উঠেছে। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে এই মানববন্ধনন করা হয়। চরফ্যাশন সরকারি টিবি স্কুল প্রধান শিক্ষক তানভীর আহমেদ বলেন,নকল মুক্ত পরিবেশে পরিক্ষা হবে। মাববন্ধনে চরফ্যাশন সরকারি কলেজ প্রভাষক আলাউদ্দিন বলেন, পরীক্ষা চলাকালিন অসদুপায়ে নকলের মহাৎসব চলে।এখন থেকে যেখানে নকল হবে সেখানে প্রতিবাদ করা হবে।এদিকে চরফ্যাশন মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কঠোর হুশিয়ারী দিয়ে শিক্ষার্থীদেরকে বলেন,নকলের আশা পরীক্ষা কেন্দ্রে আশার চিন্তা করলে না আশায় ভাল হবে। নকল মুক্ত পরিবেশে এবছর পরীক্ষা হবে।এখনও সময় আছে ভাল করে লেখাপড়া করে পরীক্ষা দিতে আসবা। নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিস কার্যলয় স্মারকলিপি পেশ করেন।